গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

'হয়ত তুমি সুন্দর '

'হয়ত তুমি সুন্দর '

মোঃ আরিফ হোসেন 

                                                   

ফুল সৌন্দর্যের প্রতীক

  বড় যতন করে  ঈশ্বর তোমায় বানিয়েছেন। তাইতো তুমি হাস, গাও, ফূর্তি কর, যখন যেখানে খুশি সেখানে হারিয়ে যাও। বানানোর সময় বলেছেন, আমাকে ভালবাস, আমাকে ভাল না বাসলে তোমার মরন হবে!কিন্তু তুমি আমাকে ভালবাসনা, তাহলে কি তোমার মরন হবে?  আমি তো তোমার মরন চাইতে পারিনা!আমি আজই ঈশ্বরকে বলব, হে আমার ঈশ্বর তুমি তাকে মরন দিয়োনা তাতে যদি ঈশ্বর রাজী  হয়!ঈশ্বর কি মরন দিবেন? ঈশ্বর তো মরন দিতে পারেননা!

" হে আমার ঈশ্বর তুমি তাকে মরন দিয়োনা পারলে অনন্ত জীবন দাও, আমি তাকে ভালবাসি সে যেখানে ইচ্ছা সেখানে হারিয়ে যাক্! তুমি  তাকে মরন দিয়োনা, তার যত্ন নাও!"

ঈশ্বর কি আমার কথা শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন!  তিনি ঈশ্বর তিনি কি না শুনে পারেন! 

কাল থেকে তুমি অনন্ত জীবন লাভ করবে!                                        

সাবধান অনন্ত জীবন পেয়ে আমাকে ভুলে যেওনা, তাহলে তোমার মরন হবে, এমন মরন যা তুমি কোনদিন  চোখে দেখনি!

তুমি কি ভুলবে?  না, ভুলবেনা -এ বিশ্বাস আমার পুরোপুরি আছে!  গুণাক্ষরেও ভুলনা!     

Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)